মাকড়সার জাল (ইস্রাইলি ইন্টেলিজেন্স সার্ভিস) - বিক্রমাদিত্য পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'মাকড়সার জাল'
লেখক- বিক্রমাদিত্য
বইয়ের ধরন- বাংলা রোমাঞ্চকর বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ২৭৬
ডিজিটাল বইয়ের সাইজ- ২৪এমবি
প্রিন্ট ভালো, জলছাপ মুক্ত
আমি যাযাবর। দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান শধু আমার নেশা নয়, পেশাও বটে । জন্মেছিলাম 'অবিভক্ত বাংলায়, কবির ভাষায় 'সোনার বাংলায়'। ঘটনার পরিক্রমায় এবং ভাগ্যের পরিহাসে আমি হলাম নির্ভেজাল, বিশুদ্ধ ভারতীয় নাগরিক। কিন্তু জীবন এবং যৌবন কাটল আরব বেদ, ইনের দেশে, বাইবেলের ভাষায় 'দখে এবং মধু বয়ে যায় যে দেশের বুক দিয়ে অর্থাৎ আরব্য রজনীর রাজ্যে, মধ্যপ্রাচ্যে। ঐ দেশে বাইবেল, কোরান, তোরা আমাকে দিয়েছে জ্ঞানের স্বাদ এবং 'ডোম অব দিরকস', ইসলামের পবিত্র ধর্মস্থান [ ডোম অব দি রকস' তৈরি করেছিলেন আবদ আল মালিক ৬৪৭-৭০৫ খ্রীষ্টাব্দে। [ বলা হয় মহম্মদ এখান থেকে স্বর্গে গিয়েছিলেন।] কিংবা, 'কান্নার দেওয়াল' ইহুদিদের ধর্মস্থান এবং যীশুর সমাধিস্থান, 'হোলি সেপেলকারের' কাছে এসে আমার মনে একটি চিরন্তন প্রশ্ন জেগেছে : আমি কে এবং কী ? ঈশ্বর কে? তিনি কী নিরাকার, নিরীশ্বর, নৌত। আজ বহৃাদেশ ঘরে, দই আড়াই দশকের পরেও, এই প্রশ্নের সঠিক কোন জবাব পাইনি। এই প্রশ্ন-জবাব এই বই'র আলোচনার বাইরে ।
ইসলামের ধর্মগ্রন্থে আছে জেরুজালেম একটি পবিত্র ধর্মীয় স্থান এবং এমন কোন ইসলাম ধর্মে বিশ্বাসী নেই, স্ত্রী-পুরুষ নির্বিচারে, যিনি জেরুজালেমে যাবেন না। 'পৃথিবীর সব সম্পদ লুকানো আছে ঐ জেরুজালেম বুকে। ...সমস্ত রাজ্য ধ্বংস হতে পারে কিন্তু জেরুজালেম থাকবে চিরশ্বাশত, অটুট।
পৃথিবীর তিনটি প্রধান ধর্মপীঠ হল ঐ জেরুজালেম শহরে । এই ধর্মীয় বেদী, ঐতিহাসিক নগরী নিয়ে শুরু হয়েছে আজ লড়াই, বিবাদ, কলহ । অতীতের সোনার জের জালেম হয়েছে আজ রণক্ষেত্র। এই লড়াই'র একদিকে রয়েছে ইস্রাইল অপরদিকে প্যালেস্টেনিয়ান সৈন্যবাহিনী। তিন হাজার বছর আগে এই শহরের একাধিপত্য নিয়ে ইস্রাইলি এবং প্যালেস্টেনিয়ানরা লড়াই শুরু হয়েছিল। সেইদিন ঐ লড়াইতে প্যালেস্টেনিয়ানদের হার স্বীকার করতে হয়েছিল। আজ আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে।
এই লড়াই, জয়-পরাজয় নিয়ে আজকের কাহিনী। এ কাহিনীর শধু কল্পনার জাল নয়, ভবঘুরের দিনপঞ্জী নয়, কিংবা শেরাজাদী, দনিয়াজাদীর 'ঘুম পাড়ানী' রূপকথার কাহিনী। এ হল এক বাস্তব রঢ় সত্য—যে সত্য আজ মধ্যপ্রাচ্যর ভূগোল এবং মানচিত্রকে শুধু পাল্টে দেয়নি সমস্ত দুনিয়ায় এক আলোড়ন, ঝড় সৃষ্টি করেছে। এই লড়াইতে কে জয়ী পরাজয়ী হবে বলা কঠিন, কারণ ঐ জেরুজালেমে রাজা-রাজত্ব আসে যায়। কেউ ঐ নগরীতে চিরস্থায়ী হয়নি। এই হল ইতিহাসের ধারা।
এই ইতিহাসের লড়াইতে ! জয়-পরাজয়ের পেছনে রয়েছে আর এক কৌতূহলদীপক কাহিনী, গুপ্তচরের রহস্য রোমাঞ্চকর কাহিনী। ঈশ্বর মোসেমকে
বলেছিলেন কানানে (তিনজন বর্তমান প্যালেস্টাইন ) গপ্তচর পাঠাতে। ঐ শহরের সব গোপন খবর আমি চাই।' মোসেসের গুপ্তচর ঐ খবর আনতে ব্যর্থ হয়েছিল। ঈশ্বর তাদের ব্যর্থতায় রুষ্ট হয়েছিলেন। কিন্তু আজকের এই কাহিনী পড়লে ঈশ্বর হয়ত মোসেসকে প্রশংসা, বাহবা দিয়ে বলতেন 'তোমার গুপ্তচরদের কাজে আমি সন্তুষ্ট হয়েছি ।'
ঈশ্বর প্রেরিত তিন গুপ্তচরের নাম হয়ত ছিল মোসাদ, শেনবেত, আমান......আজ ঐ গুপ্তচরদের ডায়েরী বাঙ্গালী পাঠক-পাঠিকাদের কাছে তুলে ধরা হল।- বিক্রমাদিত্য
এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, এই পোষ্ট হইতে আপনারা একটি রোমাঞ্চকর বই 'মাকড়সার জাল - বিক্রমাদিত্য' -এর বাংলা পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন
No comments:
Post a Comment