"মরন-রহস্য" নিখিলনাথ রায় বাংলা আধ্যাত্মিক বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Tuesday, December 11, 2018

"মরন-রহস্য" নিখিলনাথ রায় বাংলা আধ্যাত্মিক বই


"মরন-রহস্য" নিখিলনাথ রায় বাংলা আধ্যাত্মিক বই পিডিএফ

ডিজিটাল বইয়ের নাম- মরন-রহস্য
লেখক- শ্রীনিখিলনাথ রায়
বইয়ের ধরন-  আধ্যাত্মিক বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৭৮
ডিজিটাল বইয়ের সাইজ-  ২এমবি
প্রিন্ট ভালো, জলছাপ মুক্ত
প্রকাশকের কথা-
যৌবন ও বার্দ্ধক্যের সন্ধিস্থলে উপস্থিত হইলে, মনুষ্যমাত্রেরই মনে মরণের কথা উদিত হইয়া থাকে। আমাদের ও সেই সন্ধিস্থল নিকট হইয়া আসিতেছে। কাজেই মরণের কথা যে মধ্যে মধ্যে আমাদের মনে উদিত হইবে, ইহা আশ্চর্যের বিষয় নহে। প্রকৃত কথা, তাহাতেই মধ্যে মধ্যে চিত্ত আন্দোলিত হইতেছে বলিয়াই আমরা মরণ-রহস্যের আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। আমাদের পুরুষ-পুরুষানুক্রমিক সংস্কার ও শাস্ত্ৰবাক্যানুসারে আমরা তাহার সম্বন্ধে যাহা কিছু জানিতে পারিয়াছি, এই ক্ষুদ্র পুস্তকে তাহাই দেখাইতে চেষ্টা করিয়াছি। দার্শনিক যুক্তি বা তর্কের দ্বারা আমরা মরণ-রহস্যকে জটিল করিয়া তুলিতে চেষ্টা করি নাই। সহজ কথায় কেবল সিদ্ধান্তগুলি দেখাইবারই চেষ্টা করিয়াছি মাত্র। তবে, সে গুলি বুঝাইবার জন্য যে পরিমাণ যুক্তির প্রয়োজন, তাহাই অবলম্বন করিয়াছি। মরণ-রহস্য সম্বন্ধে নানাদেশের দার্শনিক পণ্ডিতেরা নানা ভাবে আলোচনা করিয়াছেন। আমরা কিন্তু আমাদের দেশের সংস্কার ও শান্ত্রের নির্দেশানুসারেই আপনাদিগকে চালিত করিয়াছি।

**আপনারা এই সমন্ধে আরো বই পেতে পারেন- দেহত্যাগ ও পরবর্তী জীবন- প্রতাপচন্দ্র ভট্টাচার্য
* পরলোক সংক্রান্ত আরো বই সংগ্রহ করিতে পারেন-
> মৃত্যুর পরে ও আত্মার কথা - ডাঃ মরিস রলিংস্ 

তাই এই ক্ষুদ্র পুস্তক হইতে সকলে তাহারই একটি ক্ষীণ প্রতিধ্বনি শুনিতে পাইবেন। আমরা আজ কাল মরণের ভয়ে কিছু অধিক পরিমাণে অভিভূত হইয়া পড়িয়াছি; তজ্জন্য অনেক সময়ে আপনাদের কর্তব্য পালন করিয়া উঠিতে পারিতেছি না। এই পুস্তকে মরণভয়কে উপেক্ষা করিয়া কৰ্ত্তব্য পালনের জন্য সকলকেই অনুরোধ করা হইয়াছে। যদিও পরিণতবয়স্ক ব্যক্তিগণেরই ইহা পাঠ করিতে ঔৎসুক্য জন্মিবে, তথাপি যাহাতে সকলেই ইহা পড়িতে পারেন, সেইরূপ সহজ ভাবেই লিখিবার চেষ্টা করা হইয়াছে। কেবল যে পরিণত বয়স্কগণেরই মনে মরণের ভয় উদিত হয়, এমন নহে। মরণ কোন সময়ে না কোন সময়ে সকলকেই ভয় দেখাইয়া থাকে ; সুতরাং সকলেই ইহা পাঠ করিয়া, যাহাতে মরণের ভয় উপেক্ষা করিতে পারেন, তাহারই জন্য বিশিষ্টরূপ চেষ্টা করিয়াছি। আমরা সকলকেই ইহা একবার পাঠ করিতে অনুরোধ করি। কিন্তু আমাদের অনুরোধ রক্ষিত হইবে কি না, বলিতে পারি না। কারণ, আজকাল আমাদের দেশে যেরূপ নানা ভাবের স্রোত বহিতেছে, তাহাতে আমাদের অনুরোধ যে ভাসিয়া যাইবে, ইহাই মনে হইতেছে। যদি বাস্তবিক তাহাই হয়, তাহা হইলে, ভর্তৃহরির সেই অমর বাক্য স্মরণ করিয়া ক্ষান্ত রহিব।
“বোন্ধায়রা মৎসরগ্রস্তাঃ প্রভবঃ স্ময়দূষিতাঃ।
অবোধোপহতাশ্চান্যে জীর্ণমঙ্গে সুভাষিতম্।”

"মরন-রহস্য" নিখিলনাথ রায়
তো আসুন এই অনিতসত্য মৃত্যু রহস্য সম্পর্কিত - "মরন-রহস্য" নিখিলনাথ রায় এই বইটির পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন ।পিডিএফ

No comments:

Post a Comment