গীতগোবিন্দ - কবি জয়দেব, বাংলা দুস্প্রাপ্য বই পিডিএফ
মহাকবি জয়দেবের গীতগোবিন্দের প্রাকৃত পদ্যানুবাদ
ডিজিটাল বইয়ের নাম- 'গীতগোবিন্দ'
লেখক- কবি জয়দেব
পদ্যানুবাদ- গিরিধর
বইয়ের ধরন- ধর্মসম্পর্কিত বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১০৯
ডিজিটাল বইয়ের সাইজ- ৪এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত
গীতগোবিন্দে যে প্রেমরহস্য প্রকাশিত হইছে, তাহা জগতে দুর্লভ। ভাগবতপুরাণে সেই নির্মল প্রেম পূর্ণমাত্রায় বর্ণিত আছে; এক পরমাত্মা দুই রূপ ধাৰণ করিয়া প্রেমরস আস্বাদন করিতেছেন। রাধাকৃষ্ণের প্রেম নিৰ্ম্মল ভাস্করের ন্যায় দীপ্তিকারী, ইন্দ্ৰয়চরিতার্থকারী অন্ধ কাম নহে। জয়দেবের গীতগোবিন্দ পাঠে মনঃ কলুষিত হয় না; বরং জীবাত্মা পরমাত্মার বিরহে ব্যাকুল হইয়া তাহার অন্বেষণার্থে ভ্রমণ করিতে থাকে। সে তাহাকে না পাইয়া বিরহে তারস্বরে চীৎকার করিতে থাকে; তাহার অন্বেষণার্থে গভীর নিশীথকালে তমালরাজীর ঘোর অন্ধকারে বিরহবিধুরা কামিনীর ন্যায় অশ্রুজলে ভাসমান হইতে থাকে, এবং “যামি হে কমিহ শরণং” বলিয়া বনস্থলী আকুলিত করিয়া ফেলে। এবং যখন সেই পরম পদার্থ নিকটবর্তী হয়, তখন সেই জীবাত্মা প্রেমে গদ গদ হইয়া পুলকিত কলেবরে নৃত্য করিতে থাকে, এবং সংসারের ঘোর তমিস্ররাশির মধ্যে সে জ্যোতির জ্যোতিকে দেখিয়া পূৰ্ণানন্দ অনুভব করিতে থাকে।
ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের দাস। রাধিকা তাঁহার প্রেমময়ী মূর্তি। তিনি রাধিকার প্রেমে উন্মত্ত কোটী কোটী গোপাঙ্গনার মিলনে তাঁহার যে আনন্দোদয় হয় না, রাধিকাকে এক মুহূর্তকা প্রাপ্ত হইলে তাঁহার আনন্দের সীমা থাকে না। তিনি সে সময়ে সকলকে পরিত্যাগ করিতে কুন্ঠিত হন না। তখন তাঁহার হৃদয় সিংহাসনে একা রাধিকাই স্থান পান। ভক্তের অন্তরের অন্তরে যখন পরমাত্মা পাত্ৰস্থিত বারির উপরে দিনমণির ন্যায় প্রতিভাত হয়, তখন তাহার মনে অন্য কোন বাসনা থাকে না, তখন সে সংসারে সামান্য সুখকে কিঞ্চিৎকর জ্ঞান করিতে থাকে, এবং প্রেমে উন্মত্ত ইয়া ভক্তি সহকারে মস্তক নত করিয়া দশনে তৃপ্ত ধারণ করিয়া স্বয়ং শ্রীকৃষ্ণের বাক্যে বলিতে থাকে- “স্মরগরলখণ্ডনং মম শিরসি মন্ডনং
দেহি পদপল্লবমুদারং।”
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি দুস্প্রাপ্য বই- 'গীতগোবিন্দ - কবি জয়দেব'-এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
No comments:
Post a Comment