পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ pdfছোটদের নীতি শিক্ষা বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Thursday, August 8, 2019

পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ pdfছোটদের নীতি শিক্ষা বই


পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ pdfছোটদের নীতি শিক্ষা বই
ডিজিটাল বইয়ের নাম- পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ
পুনর্কথন- বিপ্রদাস বড়ুয়া
বইয়ের ধরন- ছোটদের নীতিকথা গল্প
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১০১
ডিজিটাল বইয়ের সাইজ- ১৩এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত


পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ সমন্ধে কয়েকটি কথা


পশুপাখির মধ্যে মানুষের আচার-ব্যবহার আরোপ করে প্রাচীন ভারতে এক ধরনের গল্প রচিত হয়েছিল। এর প্রথম নমুনা পাওয়া যায় পালি জাতক-সাহিত্যে ।
পঞ্চতন্ত্র পহলবী ভাষায় অধুনালুপ্ত রূপটি ৫৭০ খ্রিষ্টাব্দে উদ্ভূত হয়েছিল । সুতরাং মূল পঞ্চতন্ত্র এর কিছুকাল আগে রচিত । এর রচয়িতার নাম জানা যায় না। ‘পঞ্চতন্ত্র কথামুখম্'-এ এর প্রণেতা হিসেবে বিষ্ণুশর্মার নাম পাওয়া যায় । আধুনিক পণ্ডিতদের অনেকের মতে এই নামটি কাল্পনিক । তবুও বিষ্ণুশর্মার নামেই পঞ্চতন্ত্র আজ পর্যন্ত প্রচলিত । পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত।
জাতক ও পঞ্চতন্ত্রের মাধ্যমে ইউরোপের ফেবল সাহিত্য প্রভাবিত হয়েছে । ঈশন্স ফেবলও জাতকের পরে রচিত। পঞ্চতন্ত্রের কাশ্মীর দেশে প্রচলিত রূপটির নাম ‘তন্ত্রখ্যিায়িকা। এই পঞ্চতন্ত্রের প্রাচীনতম সংস্কৃত রূপ বলে মনে করা হয়। বাংলা দেশের রূপটির নাম ‘হিতোপদেশ’।

‘পঞ্চতন্ত্রকথামুখম' থেকে জানা যায় যে সুকুমারমতি রাজপুত্রদের চিত্তাকর্ষকভাবে নীতিশিক্ষা দেবার উদ্দেশ্যে এই গ্রন্থ রচিত হয়েছিল। পঞ্চতন্ত্রের ৫টি প্রসঙ্গ আলোচিত হয়েছে, যথা মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, সন্ধি-বিগ্রহ বা কাকলূকীয়, লব্ধনাশ ও অপরীক্ষিতকারিত্ব। প্রসঙ্গগুলোর প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ হলেও একটি কাঠামোর অন্তর্গত। প্রতিটি প্রসঙ্গে অনেক ছোট ছোট গল্প একটি প্রধান গল্পের সঙ্গে যুক্ত। গল্পগুলো গদ্যে রচিত হলেও মাঝে মাঝে নীতিগর্ভ শ্লোক আছে।
মূল পঞ্চতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এর অন্য কয়েকটি রূপ রয়েছে। এই রূপগুলোকে চারটি গোষ্ঠীতে বিভক্ত করা যায় ।
১. পারস্যের পহলবী ভাষায় অধুনালুপ্ত রূপটি ৫৭০ খ্রিষ্টাব্দে উদ্ভূত হয়েছিল ।
২. পহ্লবী ভাষার মাধ্যমে পঞ্চতন্ত্রের গল্পগুলো ইউরোপের ফেবল সাহিত্য গড়ে তোলে ।
৩. কাশীরী রূপটির নাম ‘তন্ত্ৰাখ্যায়িকা’। এটি প্রাচীনতম সংস্কৃত রূপ ।
৪. বাংলা দেশের বা (বাংলা ভাষার) রূপটির নাম ‘হিতোপদেশ ।

এইসব গল্পের মধ্যে লুকিয়ে থাকা উপদেশ, নীতি-কথা, রহস্য ও হেঁয়ালি মানষ যুগ যুগ ধরে শুনে ও পড়ে আসছে।
পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ

আমার প্রিয় ছোট পঠকরা, আজ তোমাদের মাঝে এই খুব সুন্দর বই শেয়ার করিলাম।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠক,  তোমরা এই পোষ্ট হইতে একটি অতিসুন্দর গল্পের বই- 'পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ pdf'- সংগ্রহ করিতে পারিবে।

No comments:

Post a Comment