পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প বাংলা ডিজিটাল বই
ডিজিটাল বইয়ের নাম- পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প
লেখক- পরিমল গোস্বামী
বইয়ের ধরন- ব্যঙ্গ/সরস গল্প
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ২৫০
ডিজিটাল বইয়ের সাইজ- ১৫এমবি
প্রিন্ট মন্দ নয়, জলছাপ মুক্ত
পরিমল গোস্বামীর ব্যঙ্গ গল্পের আমি একজন অনুরাগী পাঠক, অবশ্য আরও অনেকে আছেন। পরিমল বাবু ও আমি প্রায় একই সময়ে লিখিতে আরম্ভ করি, তারপরে আমাদের দুজনের রচনার ধারা দুই ভিন্ন দিকে গিয়াছে, কিন্তু তাঁহার রচনার প্রতি আমার অনুরাগ বাড়িয়াছে বই কমে নাই। বর্তমানে হাসির গল্প ও ব্যঙ্গ গল্পের লেখকের অভাব নাই। সকলের উপরে আছেন পরশুরাম। আরও আছেন বনফুল, বিভূতি মুখুজ্জে, শিবরাম চক্রবর্তী, অ-কৃ-ব বা অজিতকৃষ্ণ বসু। সম্প্রতি গৌরকিশোর ঘোষ বা রূপদর্শী প্রখ্যাত হইয়া উঠিয়াছেন। ইহাদের সকলেরই রচনারীতি ভিন্ন। ইহাদের সকলের গল্পেই কিছু কিঞ্চিৎ ব্যঙ্গের মিশেল আছে, কিন্তু পরিমল বাবুই বোধ হর একমাত্র লেখক যিনি নিছক ব্যঙ্গ গল্প লিখিয়া থাকেন। পরিমল বাবুর ব্যঙ্গ গল্পের প্রধান বৈশিষ্ট্য এই যে, সে ব্যঙ্গ ইস্পাতের ছোরার ন্যায় অত্যন্ত হ্রস্বকায়, তাই বলিয়া ধার কম নয়, এবং উজ্জ্বলতাও যথেষ্ট। ইস্পাতের ছোৱাখানা লেখকের কোমরবন্ধে কোথায় যে লুকায়িত সব সময়ে দেখিতে পাওয়া যায় না, হঠাং প্রকাশিত হইয়া আঘাত করে, আবার বিদ্যুতের চমকের মত মেঘান্তরালে মিলাইয়া যায়। এই জন্যই তাহা ব্যঙ্গের তলোয়ার চেয়ে বেশি মারাত্মক। যে আঘাত পায় সেই বিভ্রান্ত ব্যক্তি যখন বিস্ময়ে এদিক ওদিক সন্ধান করে, আর সকলে হাসিতে থাকে এবং সেই সঙ্গে কিঞ্চিৎ সতর্কতা অবলম্বন করে। অত্যন্ত পরিচিত ও সাধারণ ঘটনাকে উল্টাইয়া লইয়া পরিমলবাবু ব্যঙ্গ গল্পের কারবার করেন। মনে করুন এক সময়ে লোকে বিলাত-ফেরৎকে 'একঘরে' করিত, এখন কালের বদল হইয়াছে, বিলাতে এখন কে না যায়। এক গ্রামেব লোকে সকলেই বিলাত ফেরং কেবল একজন ছাড়া। সকলে মিলিয়া তাহাকে 'একঘরে' করিল, বিলাত না যাইবার অপরাধে। তখন সে সকলের হাতে পায়ে ধরিয়া পুনরায় জাতে উঠিল এবং শীঘ্রই বিলাত যাইবে স্বীকার করিল। এই যে প্রচলিত রীতিকে উল্টাইয়া লইয়া ব্যবহার ইহাই পরিমলবাবুর অধিকাংশ গল্পের সাধারণ কাঠামো। অঙ্গের বৈপরীত্যই ব্যঙ্গ। পরিমলবাবুর প্রায় প্রত্যেক গল্পকে উল্টাইয়া লইলেই একটি সিরিয়াস' গল্প হইতে পারে। এ বিষয়ে তিনি বিখ্যাত লেখক স্টিফেন লিফককের স্বগোত্র। পরিমলবাবুর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প সঙ্কলনের আবশ্যক ছিল। প্রকাশক সেই কাজটি করিয়া রসিক সমাজের ধন্যবাদ ভাজন হইলেন। এবারে আশা করিতেছি যে, পাঠক সমাজ বইখানির আদর করিয়া নিজেদের রসবোধের পরিচয় দিবেন।- শ্রীপ্রমথনাথ বিশী
এই সংকলনে মোট ৩৭টি গল্প আছে। এবং অধিকাংশ গল্পেরই প্রেরণা সমসাময়িক ঘটনা।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, এই পোষ্ট হইতে আপনারা বিশিষ্ঠ লেখক পরিমল গোস্বামীর ব্যঙ্গ/সরস গল্প সংকলন বই - 'পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
ডিজিটাল বইয়ের নাম- পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প
লেখক- পরিমল গোস্বামী
বইয়ের ধরন- ব্যঙ্গ/সরস গল্প
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ২৫০
ডিজিটাল বইয়ের সাইজ- ১৫এমবি
প্রিন্ট মন্দ নয়, জলছাপ মুক্ত
পরিমল গোস্বামীর ব্যঙ্গ গল্পের আমি একজন অনুরাগী পাঠক, অবশ্য আরও অনেকে আছেন। পরিমল বাবু ও আমি প্রায় একই সময়ে লিখিতে আরম্ভ করি, তারপরে আমাদের দুজনের রচনার ধারা দুই ভিন্ন দিকে গিয়াছে, কিন্তু তাঁহার রচনার প্রতি আমার অনুরাগ বাড়িয়াছে বই কমে নাই। বর্তমানে হাসির গল্প ও ব্যঙ্গ গল্পের লেখকের অভাব নাই। সকলের উপরে আছেন পরশুরাম। আরও আছেন বনফুল, বিভূতি মুখুজ্জে, শিবরাম চক্রবর্তী, অ-কৃ-ব বা অজিতকৃষ্ণ বসু। সম্প্রতি গৌরকিশোর ঘোষ বা রূপদর্শী প্রখ্যাত হইয়া উঠিয়াছেন। ইহাদের সকলেরই রচনারীতি ভিন্ন। ইহাদের সকলের গল্পেই কিছু কিঞ্চিৎ ব্যঙ্গের মিশেল আছে, কিন্তু পরিমল বাবুই বোধ হর একমাত্র লেখক যিনি নিছক ব্যঙ্গ গল্প লিখিয়া থাকেন। পরিমল বাবুর ব্যঙ্গ গল্পের প্রধান বৈশিষ্ট্য এই যে, সে ব্যঙ্গ ইস্পাতের ছোরার ন্যায় অত্যন্ত হ্রস্বকায়, তাই বলিয়া ধার কম নয়, এবং উজ্জ্বলতাও যথেষ্ট। ইস্পাতের ছোৱাখানা লেখকের কোমরবন্ধে কোথায় যে লুকায়িত সব সময়ে দেখিতে পাওয়া যায় না, হঠাং প্রকাশিত হইয়া আঘাত করে, আবার বিদ্যুতের চমকের মত মেঘান্তরালে মিলাইয়া যায়। এই জন্যই তাহা ব্যঙ্গের তলোয়ার চেয়ে বেশি মারাত্মক। যে আঘাত পায় সেই বিভ্রান্ত ব্যক্তি যখন বিস্ময়ে এদিক ওদিক সন্ধান করে, আর সকলে হাসিতে থাকে এবং সেই সঙ্গে কিঞ্চিৎ সতর্কতা অবলম্বন করে। অত্যন্ত পরিচিত ও সাধারণ ঘটনাকে উল্টাইয়া লইয়া পরিমলবাবু ব্যঙ্গ গল্পের কারবার করেন। মনে করুন এক সময়ে লোকে বিলাত-ফেরৎকে 'একঘরে' করিত, এখন কালের বদল হইয়াছে, বিলাতে এখন কে না যায়। এক গ্রামেব লোকে সকলেই বিলাত ফেরং কেবল একজন ছাড়া। সকলে মিলিয়া তাহাকে 'একঘরে' করিল, বিলাত না যাইবার অপরাধে। তখন সে সকলের হাতে পায়ে ধরিয়া পুনরায় জাতে উঠিল এবং শীঘ্রই বিলাত যাইবে স্বীকার করিল। এই যে প্রচলিত রীতিকে উল্টাইয়া লইয়া ব্যবহার ইহাই পরিমলবাবুর অধিকাংশ গল্পের সাধারণ কাঠামো। অঙ্গের বৈপরীত্যই ব্যঙ্গ। পরিমলবাবুর প্রায় প্রত্যেক গল্পকে উল্টাইয়া লইলেই একটি সিরিয়াস' গল্প হইতে পারে। এ বিষয়ে তিনি বিখ্যাত লেখক স্টিফেন লিফককের স্বগোত্র। পরিমলবাবুর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প সঙ্কলনের আবশ্যক ছিল। প্রকাশক সেই কাজটি করিয়া রসিক সমাজের ধন্যবাদ ভাজন হইলেন। এবারে আশা করিতেছি যে, পাঠক সমাজ বইখানির আদর করিয়া নিজেদের রসবোধের পরিচয় দিবেন।- শ্রীপ্রমথনাথ বিশী
এই সংকলনে মোট ৩৭টি গল্প আছে। এবং অধিকাংশ গল্পেরই প্রেরণা সমসাময়িক ঘটনা।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, এই পোষ্ট হইতে আপনারা বিশিষ্ঠ লেখক পরিমল গোস্বামীর ব্যঙ্গ/সরস গল্প সংকলন বই - 'পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্প' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
No comments:
Post a Comment