রূপসী প্রতিবেশী-বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা ভ্রমণ কাহিনী বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Friday, February 22, 2019

রূপসী প্রতিবেশী-বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা ভ্রমণ কাহিনী বই


রূপসী প্রতিবেশী-বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা ভ্রমণ কাহিনী বই
ডিজিটাল বইয়ের নাম- রূপসী প্রতিবেশী (নেপাল ভ্রমন কথা)
সম্পাদক- বুদ্ধদেব ভট্টাচার্য
বইয়ের ধরণ- ভ্রমণ কাহিনী
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৩৮২
ডিজিটাল বইয়ের সাইজ- ২৩এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত

লেখক নেপাল ভ্রমণের স্মৃতি ও রহস্যময় স্থানগুলির কথা এই বইতে তুলে ধরছেন।
লেখকের কথা-
বন্ধু প্রদীপ চৌধুরী তখন নেপালে ; 'ইণ্ডিয়া এইড, মিশ'-এ কাজ করেন। হঠাৎ ডাক পাঠালেন তিনি,-চলে আসুন ; নেপাল।
চললাম। সঙ্গে থাকলেন শ্ৰীমতী অঞ্জলি ভট্টাচার্য। আর ওদিকে, নেপাল দেখে যখন ঘরে ফিরলাম, তখন দেখি, সঙ্গে আরও অনেক কিছু; নেপালের একরাশ স্মৃতিও সঙ্গে।
সেই স্মৃতিকথাই লিখলাম এখানে। যা দেখেছি নেপালে, যা শুনেছি, সাধ্যমত তা তুলে ধরলাম।
নেপাল-ভ্রমণে নানাভাবে আমাকে সাহায্য করেছেন শ্রীঅরীন্দ্রজিৎ চৌধুরী আই, এ. এস., প্রদীপ চৌধুরী ও শ্ৰীমতী শুভ্রা চৌধুরী। নেপালের ছবি দিয়ে আমাকে ঋণী করেছেন রমেশচন্দ্র চট্টোপাধ্যায় ও শীদয়াল দে। আর নেপাল-ভ্রমণ কথা ‘রূপসী প্রতিবেশ’ রচনায় নানাভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন শ্রদ্ধেয় কথাশিল্পী বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্ৰভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শঙ্কু মহারাজ, শ্রীহৃদয়েশ মিশ্র ও রবীন্দ্র লাইব্রেরীর স্বত্বাধিকারী শ্ৰীরবীন্দ্রনাথ বিশ্বাস। ‘রূপসী প্রতিবেশী’র অনেকটা অংশ জনপ্রিয় সাহিত্য-সাপ্তাহিক অমৃতে প্রকাশিত হয়েছিল । এইজন্য পত্রিকাটির সম্পাদক, সহকারী সম্পাদক ও অন্যান্য সহকারীদের কাছে আমি কৃতজ্ঞ।
পরিশেষে নিবেদন, এই গ্রন্থে সংযুক্ত মানচিত্র এবং দ্রষ্টব্য স্থানগুলোর নির্দেশিকা ('নেপালে দর্শনীয়’) রূপসী প্রতিবেশীর অনুরাগীদের কাজে লাগবে, আশা করি।- বুদ্ধদেব ভট্টাচার্য

রূপসী প্রতিবেশী-বুদ্ধদেব ভট্রাচার্য

উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, আপনারা নেপাল ভ্রমণের স্মৃতি ও রহস্যময় স্থানগুলির কথা জানতে এই বই 'রূপসী প্রতিবেশী-বুদ্ধদেব ভট্রাচার্য' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

2 comments:

  1. কিভাবে পাব pdf??

    ReplyDelete
  2. 'পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন' এই লেখাটির উপর ক্লিক করুন, দুটো লিংক দেওয়া হয়েছে।

    ReplyDelete