সাজানো বাগান । ধীরাজ ভট্টাচার্য বাংলা বই পিডিএফ ফ্রি ডাউনলোড
ডিজিটাল বইয়ের নাম- সাজানো বাগানলেখক- ধীরাজ ভট্টাচার্য
বইয়ের ধরন- আত্মকথা মুলক বই
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১২৪
ডিজিটাল বইয়ের সাইজ- ৭ এমবি
প্রিন্ট মোটামুটি ভালো, অবশ্যই জলছাপমুক্ত
সাজানো বাগান । ধীরাজ ভট্টাচার্য |
ধীরাজ ভট্টাচার্য ছিলেন একজন দক্ষ অভিনেতা, তিনি প্রচুর বাংলা ও হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন এবং ক্যারিয়ার শুরু করেছিলেন নীরব ছায়াছবিতে অভিনয় করে। এছাড়া তিনি একজন বিশিষ্ট থিয়েটার অভিনেতা ও লেখক। অভিনয় জীবন শুরুর আগে তিনি মর্ডান থিয়েটারে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম ছবিটি সতী লক্ষ্মী ১৯২৫ সালে মুক্তি পায়। কিন্তু প্রথম পরিচিতি পান চারু রায়ের সিনেমা 'বাঙ্গালী' থেকে। তিনি গিরিবালা ছবিতে মধু বসুর সাথে কাজ করেন এবং প্রেমেন্দ্র মিত্রের বেশ কয়েকটি গোয়েন্দা ও থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেন।
সিনেমাতে অভিনয়ের ব্যস্ততার ফাঁকে দুটি আত্মাজীবনীমূলক গ্রন্থ লিখেছেন, সেগুলি হল- যখন নায়ক ছিলাম এবং যখন পুলিশ ছিলাম। এগুলি ছাড়াও তাঁর আরো কিছু বই তিনি লিখেছেন। যথাঃ মন নিয়ে খেলা, সাজানো বাগান, মহুয়া মিলন ইত্যাদি।
বইটি সমন্ধে লেখকের কথা-
গল্পগুলি আমায় বিভিন্ন বয়সের লেখা। অভিনেতা জীবনের স্বল্প অবসরে যখনই আত্মপ্রকাশের কোন তাগিদ অনুভব করেছি, সে তাগিদ কিছুটা মিটিয়েছি গল্প লিখে। গল্পগুলি এততদিন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে অযত্নে ইতস্ততঃ বিক্ষিপ্ত অবস্থায় পড়ে ছিল। এখন সবগুলি খুঁজে-পেতে একত্র করে পুস্তকাকারে প্রকাশ করলেন ইণ্ডিয়ান এ্যাসোসিয়েটেডের-এ জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেজন্য তার কাছে আমি কৃতজ্ঞ।
'আমার সাজানো বাগান' আমারই আত্মপ্রকাশের আর এক রূপ।
এই প্রকাশ সকল শ্রেণীর পাঠককেই যে তৃপ্তি দিতে পারবে এমন দুরাশা আমার নেই কিন্তু পাঠক সমাজের কিছু অংশ আনন্দ পেলে আমি নিজে পরিতৃপ্ত হবে।
এই বইতে ধীরাজবাবুর নিজের জীবনে ঘটিত ঘটনাগুলি গল্পের মতো করে তিনি লিখেছেন। এগুলি হল-
'পলকা সুতোর ঘুড়ি'
'জলের ডাক'
'তপোভঙ্গ'
'রেয়াজুদ্দিনের গলি'
'শেষের দিক'
'সকল দুঃখের প্রদীপ'
'একটি ছোট্ট মিথ্যেকথা'
'আমার সাজানো বাগান'
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
পঠকগণ, ধীরাজ ভট্টাচার্যের লেখা তাঁর ব্যাক্তগত ও চলচিত্র জীবনের অতিবাহিত ঘটনাগুলি নিয়ে এই বই 'সাজানো বাগান' -এর বাংলা বই পিডিএফ ফ্রি ডাউনলোড।
No comments:
Post a Comment