প্রেতাত্মার সন্ধানে- স্মরণজিৎ মিত্র বাংলা বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Wednesday, May 6, 2020

প্রেতাত্মার সন্ধানে- স্মরণজিৎ মিত্র বাংলা বই


প্রেতাত্মার সন্ধানে- স্মরণজিৎ মিত্র বাংলা বই
ডিজিটাল বইয়ের নাম- প্রেতাত্মার সন্ধানে
লেখক- স্মরণজিৎ মিত্র
বইয়ের ধরন- রহস্যমুলক
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৮০
ডিজিটাল বইয়ের সাইজ- ৪এমবি
প্রিন্ট ভালো, জলছাপ মুক্ত

প্রেতাত্মার সন্ধানে- স্মরণজিৎ মিত্র

‘ভূত’ মানে অতীত, বিগত, past. কথ্য বাংলায় ‘ভূত’ মানে প্রেত, ghost. ভূত, প্রেত বা ghost কথাটির অভিধানিক অর্থ মৃত ব্যক্তির দেহহীন spirit বা আত্মার অস্পষ্ট ছায়ামূতিতে লোকসমক্ষে প্রকাশ । Ghost শব্দটি প্রাচীন ইংরাজী ( saxon gaste অথবা gest) থেকে এসেছে। উত্তর ইংলণ্ডে guest কথাটির অপর এক অর্থ apparition, অপছায়া, অর্থাৎ ভূত।
ভূতের অস্তিত্ব, আকার, কর্যোবলী, অভিপ্রায় প্রভৃতি সম্বন্ধে আমাদের সবার একটা নিজস্ব অভিমত আছে। কেউ মনে করেন ভূতের অস্তিত্ব অনস্বীকার্য এবং ভূত-তত্ত্ব গভীরভাবে আলোচ্য। অপর পক্ষে অনেকের মতে ভূতপ্রেতের কাহিণী শিশুসাহিত্যের উপজীব্য। আমরা বিশ্বাস করি আর না করি, অশরীরী বস্তুর অস্তিত্ব একটি আশ্চর্য ঘটনা। এ বিষয়ে ভূত-তত্ত্ব-অভিজ্ঞরা ভৌতিক অস্তিত্বের যথার্থ সম্বন্ধে পাঁচপ্রকার ব্যাখ্যা দিয়েছেন :
ক) মানুষের পূর্ব জন্ম আছে। ভূতের সেই সব জন্মের পোষাকে আচ্ছাদিত হয়ে পূর্ব মূর্তি ধারণ করে প্রকাশ পায়।
খ) অশরীর বিষয় জ্ঞানলাভে যাদের দক্ষতা আছে তাঁরা তাদের ছায়া দেখতে পান।
গ) বিদেহী আত্মার সঙ্গে অন্য কোন বস্তুর মিশ্রণে দো-আঁশলা সত্ত্বা হচ্ছে ভূত।
ঘ) বিশ্বজনীন আকর্ষণ ও ভীতির সম্মেলনে স্মৃতি যন্ত্রের উপর আত্মজ্ঞানের স্তবকের স্থাপনে ভূতের সৃষ্টি।
ঙ) সত্যিকারের ভূত আমরা দেখতে পাই—মৃতের আত্মা কোনো রকমে দেহগঠন সম্পন্ন করে জীবিত কালের বাসস্থান দেখতে আসে।


সমসাময়িক ঘটনার বিশ্বাসযোগ্য বিবরণ যা অঙ্কন, খোদাই ও ফোটো দ্বারা সমৰ্থত হয়েছে তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ভূতের গল্প প্রচলিত আছে পৃথিবীর সব দেশে। এখানে শুধু বিশ্বাসযোগ্য, সত্য বলে প্রমাণিত ঘটনাগুলি, যা সদ্য সদ্য আলোচিত হয়েছে| ছবি ও ফোটোর সাহায্যে, তার বর্ণনা ও বিবরণ দেওয়া হয়েছে। ভূত চিরন্তন আকষর্ণের বস্তু, তার অনুপম ইতিহাস-এর বিচিত্র বর্ণনা মিলবে এখানে। রাজারাণীর ভূতের কাহিণী সুবিস্তৃত ভাবে বর্ণিত আছে বিভিন্ন গ্রন্থে, বাহুল্য বোধে সে সব কাহিনী এখানে দেওয়া হলনা। ভূতের অস্তিত্বের সত্যতা বা অলীকতা আমাদের আলোচ্য নয়। প্রচুর সাক্ষী-প্রমাণ এখানে লিপিবন্ধ করা হয়েছে।
এই বইটিতে ভূত অথবা প্রেতাত্মা সমন্ধে অজানা বিষয়গুলির রহস্য তুলে ধরা হয়েছে।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পঠকগণ, এই পোষ্ট হইতে একটি চির রহস্যময় ভৌতিক অস্তিত্বের যথার্থ বই- 'প্রেতাত্মার সন্ধানে - স্মরণজিৎ মিত্র'-এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

No comments:

Post a Comment