সরস্বতী পূজোর মন্ত্র ও পদ্ধতি বাংলা পিডিএফ
শ্রী শ্রী সরস্বতৌঃ নমঃ
শ্বেতশতদল শুভ্রা শ্বেত মরালবাহিনী।
অজ্ঞান মহাঘোরে জ্ঞান-বিভা বিধায়িনী।।
সুরাসুর নর-মোহ মুক্তি প্রদায়িনী।
কিঙ্করে কৃপা নেত্রে নেহার নারায়ণী।।
সভ্যতার উষালগ্ন থেকে জ্ঞানের তীব্র বাসনা মানব হৃদয়ে প্রজ্বলিত। সেই জ্ঞান আরাধনাই বাণীমূর্তি থেকে মৃন্ময়ী শুভ্রবসনা বাগ্ দেবীর রূপ পরিগ্রহ করেছেন।
হিন্দু ধর্মমতে মা সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। আমাদের অন্তরের অন্ধকারকে বিতারিত করে জ্ঞানের আলো জ্বালানোর জন্য আমরা মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করে থাকি।
দেবী সরস্বতী পূজোর মন্ত্র ও পদ্ধতি ডাউনলোড
লিংক- ১
লিংক- ২
আসুন আমরা সবাই শ্বেতবসনা বাগ্ দেবীর আরাধনায় ব্রত হই। এবং এই আরাধনার জন্য যে মন্ত্রপাঠ ও পূজা পদ্ধতির প্রয়োজন তাহা এই ব্লগে দেওয়া পিডিএফ টিতে পেয়ে যাবেন। সেটি সংগ্রহ করে নিন।
No comments:
Post a Comment