বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা- অংশুমান চক্রবর্তী বাংলা বই - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Saturday, December 8, 2018

বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা- অংশুমান চক্রবর্তী বাংলা বই


বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা- অংশুমান চক্রবর্তী বাংলা বই পিডিএফ

ডিজিটাল বইয়ের নাম- বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা
লেখক- অংশুমান চক্রবর্তী
বইয়ের ধরন-  সরস ও মজাদার
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১৬৯
ডিজিটাল বইয়ের সাইজ-  ১১এমবি
প্রিন্ট খুবই ভালো, জলছাপ মুক্ত

বঙ্গদেশের মনীষীরা রসিক ছিলেন খুব
খুঁজতে তাদের রসিকতা দিলাম আমি ডুব।
ডুবটি দিতেই চিত্ত আমার উঠলো রসে মেতে
তৃপ্ত হলাম রসের ফুলে এই মালাটি গেঁথে।
রস সাগরে ডুব দিয়েছি মন মজেছে রসে
বঙ্গদেশের বইপ্রেমীরা থাকেন রসেবসে।
রঙ্গ রসিকতায় ভরা গ্রন্থ লিখে ভাই
রসিক পড়ুয়াদের হাতে দিলাম তুলে তাই।

এই বইটি সম্পর্কে লেখকের কথা-
‘বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা’ আমার সপ্তম গ্রন্থ। এর আগের বইগুলি কিছু ছড়ার কিছুকবিতার। এটাই আমার প্রথম গদ্যের বই। বঙ্গ মনীষীদের জীবনকাহিনি ঘেঁটে মজার মজার কিছু ঘটনা তুলে এনে আমি নিজের মত করে এই বইয়ের গল্পগুলো লিখেছি। হ্যাঁ, এর জন্য একটু পড়াশোনা করতে হয়েছে। এই সব মজার ঘটনার মধ্য দিয়ে শুধু রঙ্গরস নয়, বঙ্গ মনীষীদের ব্যক্তিগত চালচলন, রুচি, অভ্যাস ও অনেক ঐতিহাসিক তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেগুলো আমাদের আসল মানুষটিকে চিনতে সাহায্য করে। ছোটবেলায় বাবার মুখে মহাপুরুষদের জীবনের নানানরকম ঘটনার কথা শুনতাম। ওগুলো শুনতে আমার খুব ভাল লাগত। তাই পরে ইচ্ছা জাগে এই বিষয় নিয়ে লেখালিখি করার। সেই মত কিছু গল্প লিখি। যার ফলস্বরূপ এই বই। এই বইয়ের কিছু লেখা ‘ছোটর দাবি’ এবং এ যুগের রুদ্রাক্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্পগুলি আমি খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি। যাতে সব বয়সের সব ধরনের রসিক পাঠক-পাঠিকা এই বই পড়ে আনন্দ পেতে পারেন। আমি চাই রামগড়ুরের ছানারাও এই বই পড়ুক। তাহলে তারা হয়তো গোমড়া মুখে থাকা ভুলে গিয়ে হোঃ হোঃ করে প্রাণ খুলে হাসতে শুরু করে দেবে। আর যদি সত্যিই তা হয়, তবে আমার লেখা সার্থক।
এই বই লেখার ব্যাপারে আমাকে সব থেকে বেশি উৎসাহ দিয়েছেন আনন্দ প্রকাশন’-এর কর্ণধার আনন্দ মন্ডল। তার কাছে আমি চির কৃতজ্ঞ।
পরিশেষে রসেবসে থাকা রসিক পাঠক-পাঠিকাদের বলি – আমার এই বই যদি সত্যিই আপনাদের ভাল লাগে তাহলে খুশি হয়ে আপনারা আমার জন্য এক হাঁড়ি রসমালাই পাঠিয়ে দেবেন। আর যদি ভাল না লাগে তখন কোথাও আমাকে দেখতে পেলে - না না টমেটো নয়, নলেনগুড়ের রসগোল্লা ছুঁড়ে মারবেন। কী, কেমন লাগল আমার রঙ্গ রসিকতা? এবার পাতা ওল্টন, রসের সাগরে ভাসতে ভাসতে ‘বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা’ পড়ুন।- অংশুমান চক্রবর্তী

বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা- অংশুমান চক্রবর্তী
প্রিয় বাংলা পাঠকগণ, এই পোষ্ট হইতে 'বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা' এই অতিসুন্দর বইটির পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।
উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন

No comments:

Post a Comment