সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য - স্বামী দিব্যানন্দ বাংলা আলৌকিক কাহিনীর বই পিডিএফ ফাইল
ডিজিটাল বইয়ের নাম- ‘সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য’
লেখক- স্বামী দিব্যানন্দ
ধরন- আলৌকিক কাহিনী
এই বইতে মোট পৃষ্টা আছে- ১৭৭
ডিজিটাল বইয়ের সাইজ- ১০এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট
টুকরো ঘটনা-
তারাপীঠের শ্মশান।
ক্ষেপাবাবার কাছে দীক্ষা নেবার পর একদিন গভীর নিশীথে তিনি এই মহাশ্মশানে বসে নিষ্ঠা ভরে গুরুদত্ত মন্ত্র জপ করে চলেছেন, মাঝে মাঝে মন একটু উচ্চকিত হ'লেই কানে আসে ক্ষেপাবাবা’র হুঙ্কার তারা, তারা, তারা। সঙ্গে সঙ্গে মনের সকল ভীতি বিদূরিত হয়।
রাত্রির শেষ যামে ইষ্টদেবী তারা নবীন সাধকের সামনে আবির্ভূত হলেন। স্বামী নিগমানন্দ নিজেই এর বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন
আমি দেখে বিস্মিত হলাম। বললাম, তুমি কে?
সে উত্তর দিল, আমি তােমার ইষ্টদেবী।
আবার প্রশ্ন করলাম, এ মূর্তিতে কেন? এ মূর্তি তো আমার গুরুপদিষ্ট মূর্তি নয়।
সে মূর্তি দেখলে তুমি ভয় পাবে, তাই। কি সুন্দর সে মূর্তি। দেবী অতঃপর বললেন, বৎস, বর চাও। আর আমি কি বর চাইব? আমার তো চাওয়ার কিছুই ছিল না, সেই মূর্তি দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই বললাম, যখন ইচ্ছে হবে তখন যেন তােমায় এই ভাবে দেখতে পাই।
আচ্ছা তাই হবে বলে তিনি তাতে সম্মতি জ্ঞাপন করলেন। তারপর তার স্বরূপ মূর্তি দেখতে চাইলে, শেষে যাবার সময় তাঁর বিশ্বময় মূর্তি দেখিয়ে দিয়ে গেলেন। সে মূর্তি দেখে ভয়ে বিস্ময়ে আনন্দে আমি অচেতন হয়ে পড়লাম। তারপর জ্ঞান হলে চেয়ে দেখি আমি বামাক্ষেপার কোলে।”
বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন
বাংলা আলৌকিক কাহিনীর বই পিডিএফ 'সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য' -স্বামী দিব্যানন্দ
ডিজিটাল বইয়ের নাম- ‘সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য’
লেখক- স্বামী দিব্যানন্দ
ধরন- আলৌকিক কাহিনী
এই বইতে মোট পৃষ্টা আছে- ১৭৭
ডিজিটাল বইয়ের সাইজ- ১০এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট
টুকরো ঘটনা-
তারাপীঠের শ্মশান।
ক্ষেপাবাবার কাছে দীক্ষা নেবার পর একদিন গভীর নিশীথে তিনি এই মহাশ্মশানে বসে নিষ্ঠা ভরে গুরুদত্ত মন্ত্র জপ করে চলেছেন, মাঝে মাঝে মন একটু উচ্চকিত হ'লেই কানে আসে ক্ষেপাবাবা’র হুঙ্কার তারা, তারা, তারা। সঙ্গে সঙ্গে মনের সকল ভীতি বিদূরিত হয়।
রাত্রির শেষ যামে ইষ্টদেবী তারা নবীন সাধকের সামনে আবির্ভূত হলেন। স্বামী নিগমানন্দ নিজেই এর বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন
আমি দেখে বিস্মিত হলাম। বললাম, তুমি কে?
সে উত্তর দিল, আমি তােমার ইষ্টদেবী।
আবার প্রশ্ন করলাম, এ মূর্তিতে কেন? এ মূর্তি তো আমার গুরুপদিষ্ট মূর্তি নয়।
সে মূর্তি দেখলে তুমি ভয় পাবে, তাই। কি সুন্দর সে মূর্তি। দেবী অতঃপর বললেন, বৎস, বর চাও। আর আমি কি বর চাইব? আমার তো চাওয়ার কিছুই ছিল না, সেই মূর্তি দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই বললাম, যখন ইচ্ছে হবে তখন যেন তােমায় এই ভাবে দেখতে পাই।
আচ্ছা তাই হবে বলে তিনি তাতে সম্মতি জ্ঞাপন করলেন। তারপর তার স্বরূপ মূর্তি দেখতে চাইলে, শেষে যাবার সময় তাঁর বিশ্বময় মূর্তি দেখিয়ে দিয়ে গেলেন। সে মূর্তি দেখে ভয়ে বিস্ময়ে আনন্দে আমি অচেতন হয়ে পড়লাম। তারপর জ্ঞান হলে চেয়ে দেখি আমি বামাক্ষেপার কোলে।”
বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন
বাংলা আলৌকিক কাহিনীর বই পিডিএফ 'সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য' -স্বামী দিব্যানন্দ
সাধু সন্তের জীবনের আলৌকিক রহস্য, বইটির ২য় খন্ড pdf দিলে খুব ভালো হয়
ReplyDelete