কিশোর পুরাণ সমগ্র - চিত্তরঞ্জন ঘোষাল ছোটদের বাংলা পৌরানিক কাহিনী পিডিএফ - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Monday, July 16, 2018

কিশোর পুরাণ সমগ্র - চিত্তরঞ্জন ঘোষাল ছোটদের বাংলা পৌরানিক কাহিনী পিডিএফ


কিশোর পুরাণ সমগ্র - চিত্তরঞ্জন ঘোষাল ছোটদের বাংলা পৌরানিক কাহিনী পিডিএফ ফাইল
ডিজিটাল বইয়ের নাম- ‘কিশোর পুরাণ সমগ্র’
লেখক- চিত্তরঞ্জন ঘোষাল
ধরন- ধর্ম সম্পর্কিত
এই বইতে মোট পৃষ্টা আছে- ৫৩৮
ডিজিটাল বইয়ের সাইজ- ৩২এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট

লেখকের কথা-
ভারতীয় জ্ঞান-ভাণ্ডারে যেসব প্রাচীন গ্রন্থ আছে, পুরাণগ্রন্থ নিঃসন্দেহে সেগুলির মধ্যে অমূল্য রত্ন-বিশেষ। ব্রহ্মাণ্ডে এমন-কিছু নেই, যা পুরাণগ্রন্থে নেই। মহাভারত সম্বন্ধে যেমন প্রচলিত একটি কথা আছে 'যা নেই ভারতে তা নেই মহাভারতে', আমাদের পুরাণগ্রন্থ সম্বন্ধেও সেই একই কথা— 'যা নেই পুরাণে, তা নেই মননে'। পৃথিবীতে এখনও পর্যন্ত এমন-কিছু কেউই সৃষ্টি বা আবিষ্কার করতে পারেননি, রূপাকারে যার বীজ পুরাণগ্রহে নেই। দুর্ভাগ্য আমাদের যে, আমরা বিশেষ করে আমদানি করা- ঔপনিবেশিক শিক্ষার মােহে আমাদের এই সম্পদকে নানা অজুহাতে উপেক্ষা এবং অবজ্ঞাই করতে শিখেছি এ-যাবৎকাল ধরে। পুরাণ অর্থে পুরাতন। পুরাতন হলেও আমাদের এই গ্রন্থ শাশ্বত, সনাতন শুধু নয় চির-নতুন, বােধহয় একটু রহস্যজনকভাবেই আবার তা উপলব্ধি করত্নে করছি।
ভারতীয় জ্ঞানের বিকাশ এবং আপামর জনসাধারণের মধ্যে প্রসারের প্রয়ােজনে এমন-একটু সময় এসেছিল যখন শ্রুতি-স্মৃতি-সংহিতার তত্ত্বগুলিকে সাবলীল করার জন্য কাহিনীকে অবলম্বন করতে হয়েছিল। মানুষমাত্রেই কাহিনী বা গল্পপ্রিয়। এর ওপর একটা সহজাত আকর্ষণ সকলেই অনুভব করে। জনশিক্ষার দিকে লক্ষ্য রেখে পুরাণকার তাই পুরাণ-গ্রন্থকে কাহিনী-প্রধান করেছেন। এইসব কাহিনীর মধ্যে পুরাণকার কখনাে ঐতিহাসিকের ভূমিকায় রাজা-রাজড়ার জীবন নিয়ে, কখনাে গল্পকারের ভূমিকায় চণ্ডাল-ব্যাধ প্রভৃতি তথাকথিত অস্পৃশ্যজাতির জীবন নিয়ে, কখনােবা মুনি-ঋষিদের মতাে জ্ঞানী-গুণীদের জীবন এবং সাধনা নিয়ে এমন-সব কাহিনী রচনা করেছেন যেগুলি নিছক কাহিনী বা গল্প হয়েই থাকেনি, সাহিত্যের কষ্টিপাথরে খাঁটি সােনা হয়ে গিয়েছে। প্রাত্যহিক ও সামাজিক জীবনকে সুন্দর এবং মধুময় করে তােলার জন্য শ্রুতি-স্মৃতি প্রভৃতি গ্রন্থ সূত্রাকারে যা রেখে গিয়েছিলেন, পুরাণকার সেগুলিকে কাহিনীর আঙ্গিকে পরিবশন করে গণচেতনার উদ্বোধন ঘটিয়েছেন। প্রসঙ্গত, এমন অনেক কাহিনী আছে, যা প্রথমেই আজগুবি বা নিছক গাল-গল্প বলে মনে হতে পারে। তবুও উপেক্ষার নয়। রূপকের অন্তরালে আসল কথাটির সন্ধান পেলে সেগুলিকে আর আজগুবি বলে মনে হবে না|
শ্রীমদ্ভাগবতের মতানুসারে যে-কটি গ্রন্থ মহাপুরাণ হিসেবে চিহ্নিত হয়ে আছে, আমাদের এই সংকলনে সেগুলি থেকেই কাহিনী সংগ্রহ করে, যথাসম্ভব সাবলীল ভঙ্গিতে তা পরিবেশন করার চেষ্টা নিয়েছি। এমন অনেক কাহিনী আছে, যা প্রায় প্রতিটি পুরানেই অল্পবিস্ত বিভিন্ন ভাবে আছে। পুনরুক্তির কারণে সেগুলির মধ্যে একটিকে নিয়ে বাক্যগুলি বর্জন করেছি। আবার ক্ষেত্ৰবিশয়ে পূর্ণাঙ্গ রূপ দেবার জন্য সমাবিষ্টও করেছি। মহাপুরাণ ছাড়া সাধারণভাবে আঠারােটি উপ-পুরাণ আছে। তার মধ্যে 'কল্কি পুরাণ' থেকে কিছু কাহিনী এখানে আমরা সন্নিবিষ্ট করেছি। কারণ, মর্যাদার দিক থেকে এই উপ-পুরাণটি স্বতন্ত্র এবং দেশ-বিদেশে এই গ্রন্থটিকে নিয়ে বর্তমানে নানা গবেষণাও চলছে।

কিশোর পুরাণ সমগ্র – চিত্তরঞ্জন ঘোষাল


বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন
ছোটদের বাংলা পৌরানিক কাহিনী পিডিএফ 'কিশোর পুরাণ সমগ্র - চিত্তরঞ্জন ঘোষাল'

No comments:

Post a Comment