আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ - অনুবাদ গল্প সংগ্রহ পিডিএফ - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Tuesday, July 17, 2018

আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ - অনুবাদ গল্প সংগ্রহ পিডিএফ


আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ - অনুবাদ গল্প সংগ্রহ পিডিএফ  ফাইল
ডিজিটাল বইয়ের নাম - আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ
লেখক- বিভিন্ন আন্তর্জাতিক লেখক
সম্পাদনা- রাঘব বন্দ্যোপাধ্যায়
ধরন- অনুবাদ গল্প
এই বইতে মোট পৃষ্টা আছে- ২৩৮
ডিজিটাল বইয়ের সাইজ- ১৬এমবি
জলছাপমুক্ত, ঝকঝকে প্রিন্ট

'আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ ' এই গল্প সংগ্রহ বইটিতে বিভিন্ন দেশের লেখকদের লেখা ২১টি গল্প সংকলিত করা হয়েছে।
লেখকদের সম্পর্কে-
দেশকালের অনিবাৰ্য ভিন্নতা সত্ত্বেও প্ৰতিবাদে সমধর্মী লেখকদের ‘আন্তর্জাতিক” একত্র করেছে তীব্র গদ্যের জোলুসে। নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধযুদ্ধ চলাকালীন সামরিক বাহিনীর একজন হিসেবে তলস্তয় (১৮২৮-১৯১০) সেবাস্তপোলে কর্মরত ছিলেন। যুদ্ধের সেই প্ৰত্যক্ষ অভিজ্ঞতা তিনি তার রোজনামচায় "সেবান্তপোলের কাহিনী” শিরোনামে লিপিবদ্ধ করেন। সংকলনে অন্তভুক্ত গল্পটি তারই অংশবিশেষ। ১৮৬১-১৯০৫ সালের রাশিয়ার এই সংকটকালীন পর্বে কাউণ্ট তলস্তয়ের সাহিত্যিক হিসেবে আবির্ভাব। বুর্জোয়া বিপ্লবের পূর্বক্ষণে যথার্থ মুজিকসাহিত্য বলে কিছুই ছিল না। তলস্তয়ের লেখায় পাওয়া যায় ১৯০৫-এর বিপ্লবপূর্বকালের নিষ্ঠুর শোষণ, অসহায় যন্ত্রণা আর গভীর সমাজ-অনুসন্ধান। ত্রিনিদাদের লেখক মাইকেল অ্যাণ্টনি মিনিষ্ট্রি অফ কাল চারে কর্মরত ছিলেন। কবি হওয়ার স্বপ্ন নিয়ে কলম ধরেছিলেন, কিন্তু বর্তমানে এক জোরালো গদ্য-লিখিয়ে । লেখার দিক থেকে অনিবাৰ্য বাস্তব তীর আগ্রহের বিষয় । তাঁর বাস্তববোধের সাথে যুক্ত হয়েছে আঞ্চলিকতা যা কেবল সমাজ-কাঠামোর দিক থেকেই তাকে কৌতুহলী করে নি, পরন্তু ভাষা এবং সামাজিক আচারের ক্ষেত্রেও এই আঞ্চলিকতা অ্যাণ্টনির লেখায় এক ভিন্ন মাত্রা এনে দেয়। বহু বিখ্যাত উপন্যাস এবং ছোটগল্পের স্রষ্টা জার্মানির সিগফ্রিড লেনৎস (জন্ম ১৯২৬ সালে) প্ৰত্যক্ষ করেছেন দ্বিতীয় মহাযুদ্ধ। লেনৎসের লেখায় বিধৃত হয়েছে তার আপসহীন ঋজু ব্যক্তিত্ব। ফ্রানসের সংগ্ৰামী সন্তান লুই আরাগঁ ( ১৮৯৭ সালে প্যারিসে জন্ম ) মূলত কবি। নাৎসি-বিরোধী প্রতিরোধের লড়াইয়ের সরাসরি অভিজ্ঞতা থেকে তিনি বিখ্যাত গ্ৰন্থ ‘ফরাসিদের দাসত্ব ও গৌরব’রচনা করেন। সংকলনভূক্ত গল্পটির উৎস উল্লেখিত গ্রন্থটি। শ্রমিক পিতামাতার সন্তান আমেরিকার হাওয়ার্ড ফাস্ট ( ১৯১৪ সালে নিউইয়র্কে জন্ম ) শিল্পে মন্দার সময় রুটিরুজির খোজে দেশবিদেশ পাড়ি দেন নিতান্ত অল্পবয়সে। এই দীর্ঘ পরিভ্রমণের অভিজ্ঞতা তাঁকে কমিউনিজমের ভাবাদর্শে আকৃষ্ট করে। 'সিডনীর জন্য স্মারকলিপি' গল্পে ফাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেই লক্ষ লক্ষ মানুষেরই একজন হিসেবে সিডনীকে চিত্রিত করেন। সিডনীর মতো যোদ্ধারা একই প্রজন্মের অন্তর্গত হওয়া সত্ত্বেও কখনই হারিয়ে যায় না। যুদ্ধের জুয়াড়ী অপব্যয়ে, তামাডোলে । স্ক্যাণ্ডিনেভীয় পিতামাতার সন্তান ট্রাভেনের জন্ম আমেরিকার শিকাগো সহরে। ত্রিশ-চল্লিশ দশকের মেক্সিকোর জন্যজীবন, বিশেষত আদিবাসীদের জীবনসংগ্ৰাম বি ট্রাভেনের লেখার মূল উপজীব্য। ট্রাভেনের পুরো নাম সম্ভবত বেরিক ট্রাভেন টারসন। রহস্যময় এই লেখক সচেতনভাবে সতত লোকচক্ষুর অন্তরালে থেকেছেন। গদ্যে ও পন্যে সমান পারদর্শী আলবেনিয়ার প্রাক-বিল্পব পর্বের সাহিত্যের পুরোধ মিগজেনি (১৯১০-৩৮) আলবেনিয়ার সংগ্ৰামী সাহিত্যের ভিত্তি রচনা করে গেছেন স্বহস্তে । মাত্র আটাশ বছর বয়সে এই সংগ্ৰামী লেখকের অকাল মন্ত্যু ঘটে। প্যালেস্টাইনের আবু রায়েদ এবং লাওসের শিয়াংফেই সোজাসুজি রাজনৈতিক গল্প লেখেন। এদের লেখার মূল উপজীব্য হল মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা। বুলগেরিয়ার লেখক এলিন পেলিন তিৰ্ধক শ্রেণীসচেতন লেখায় সিদ্ধ। পাকিস্থানের রশীদ জাহান। আপসহীন সংগ্ৰামী মনোভাবকে তঁর লেখায় প্রশয় দিয়েছেন । ভিয়েতনামের প্রথমসারির গদ্যকার আন দাক ভিয়েতনামী জনগণের জাতীয় মুক্তি সংগ্রামে একজন প্রথমসারির সৈনিকও বটে। সাম্রাজ্যবাদ-বিরোধী দীর্ঘ যুদ্ধে ভিয়েতনামী জনগণের সংগ্ৰামী সত্তার বিবিধ ক্রিয়াপ্রক্রিয়া তার লেখায় মৰ্যাদা পেয়েছে। বাংলাদেশের পরিচিত গল্পকার হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৮ সালে। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। হাসানের লেখা বাংলাদেশের গ্ৰাম্যজীবনের তীব্ৰ অভিজ্ঞতায় পুষ্ট। একেবারে সরাসরি গল্প লেখেন তিনি। কখনো সমাজ, কখনো কুসংস্কার, কখনো নিয়তি, কখনো অন্ধ বিশ্বাস র্তার গল্পের বিষয়। এবং সবসময়ই র্তার গল্পে ঠাসা থাকে মানুষ। মানুষের ক্ষোভ, জালা, প্ৰেম, হতাশা, বিদ্রোহ তার গল্পে তীব্র এবং উজ্জ্বল। অস্ট্রেলিয়ার “কমিটেড” লেখক অ্যালান মার্শালের এখন ছিয়াত্তর বছর বয়স। পোলিও রোগের শিকার মার্শালকে ক্রাচে ভর দিয়ে চলতে হয়। সমগ্ৰ অস্ট্রেলিয়া তিনি চষে বেড়িয়েছেন এবং এনিয়ে বহু ভ্ৰমণকাহিনী লিখেছেন। তাঁর আত্মজীবনীমূলক গ্ৰন্থ ‘I can Jump Puddles” বিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্গত। সাউথ পেনিনসুলা স্কুলে ইংরেজী ও লাতিনের শিক্ষক রিচার্ড রাইভ গল্প লেখা শুরু করেন একেবারে ছাত্রাবস্থায়। রাইভ (১৯৩১ সালে কেপটাউনে জন্ম।) দক্ষিণ আফ্রিকার কুখ্যাত ছয় নম্বর জেলার কৃষ্ণাঙ্গদের বস্তিতে বড় হয়ে ওঠেন। তঁর ছোটগল্পে কালোদের বিদ্রোহের পাশাপাশি এই অন্ধকার এ দে বস্তিও আবশ্যিক গুরুত্ব পেয়েছে। চেং ওয়ান-লঙ চীনের সেই নতুন প্রজন্মের অন্যতম ধারা বিপ্লবোত্তর সংগ্ৰামী লাল চীনে পুষ্ট। লঙের লেখায় নতুন সমাজব্যবস্থা ও তাঁর যুগ তীব্র হয়ে ওঠে। সংকুলনে কিউবার আলেহো কার্পোন্তিয়েরের যে-গল্পটি নেয়া হয়েছে, তার উৎস 'নারাটিভা কুবানা দে । লা রেভোলুশিয়েন ( ১৯০৫)'। সাহিত্যের অধ্যাপক, লেখক, সাংবাদিক, সংগীত-- বিশেষজ্ঞ কার্পোন্তিয়ের বহুবছর প্যারিস আর কারাকাসে কাটিয়েছেন। বিপ্লবের পরে ফিরে আসেন। কিউবায়। লা হাভানা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। ১৯০৫ সালে, ফ্রানসে কিউবার দূতাবাসে কিছুদিন কর্মরত ছিলেন। বেরটােন্ট ব্ৰেশটু (১৮৯৬-১৯০৫) ১৯৩৩ সালে হিটলার ক্ষমতাসীন হলে জার্মানি ত্যাগ করেন। ১৯৩৯-৪৭ সালে আমেরিকায় কাটান। এপিক থিয়েটারের প্রবক্তা ব্ৰেশটু কবি ও গদ্যকার হিসেবেও জার্মান সাহিত্যে সুপ্রতিষ্ঠিত। জাঁ-পল সাত্ৰ ( ১৯০৫ সালে প্যারিসে জন্ম ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিরোধে সমৰ্পিত আত্মা। জার্মান দর্শনের সংস্পর্শে আসেন১৯৩৪ সালে বার্লিনে ফরাসি শিক্ষায়তনে থাকাকালীন। অস্তিত্ববাদের প্রতিষ্ঠাতা সাত্র মার্কসবাদের গভীর অনুরাগী। সোজা সরল ভঙ্গিতে গল্প বলার যে-ভারতীয় রীতি প্ৰেমচন্দ (১৮৮০-১৯৩৬) আয়ত্ত করেন, ‘কাফন’ গল্পটিতে সেই অভিজ্ঞতা পাওয়া যায়। চীনের কৃষকদের প্রতিনিধিত্বকারী চরিত্র 'আ কিউ" সৃষ্টিতে লু স্বন যেমন প্রেমচন্দের হাতে অদ্রপ ভারতীয় দরিদ্র কৃষক প্রথম মূর্ত রূপ পেয়েছে। এজকেল মোফাহেলী দক্ষিণ আফ্রিকার শক্তিশালী লেখকদের অন্যতম। কালো মানুষের লড়াইয়ের প্রশ্নে 'negritude? ব্যাপারটিতে তিনি কম আস্থাবান।

পাঠকগণ এই পোষ্ট হইতে আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ নামক দুর্দান্ত একটি বংলা অনুবাদ গল্পের বইয়ের পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন, নীচের লিংক হইতে।

আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ


অনুবাদ গল্প সংগ্রহ- আন্তর্জাতিক প্রতিবাদের গল্পসংগ্রহ , পিডিএফ সংগ্রহ করুন

No comments:

Post a Comment