পাগলামামার চার ছেলে - প্রফুল্ল রায় pdf - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Wednesday, August 16, 2023

পাগলামামার চার ছেলে - প্রফুল্ল রায় pdf


 পাগলামামার চার ছেলে - প্রফুল্ল রায়, বাংলা মজাদার গল্পের বই pdf
ডিজিটাল বইয়ের নাম- 'পাগলামামার চার ছেলে'
লেখক - প্রফুল্ল রায়
বইয়ের ধরন- মজাদার/হাসির গল্প
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৯১
ডিজিটাল বইয়ের সাইজ- ১২ এমবি
আপলোডার- মিঠু মিত্র
প্রিন্ট মন্দ নয়, জলছাপ মুক্ত

পাগলামামার চার ছেলে - প্রফুল্ল রায়

আমার সেজোমামার নাম পাগলচাঁদ সমাজপতি। এই একটা নামই তাঁকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরুলেই কেউ ডাকে ‘এই যে পাগলবাবু', কেউ ডাকে 'এই যে পাগলচন্দ্র’, কেউ বলে 'পাগলাদা' ।
এতবার পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায়। উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজো মামা। কিন্তু ওটা তাঁর বাবা, মানে আমাদের দাদুর দেওয়া নাম। তা ছাড়া ম্যাট্রিক থেকে এম-এ পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রী পেয়েছেন, সবগুলোতেই লেখা আছে পাগলচাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায় নি।
নিজের বেলা তো পারেন নি, তাই সাধ মিটিয়ে চার ছেলের নাম
দিয়েছেন – প্রলয়নাচন, প্রলয়মাতন, প্রলয়ন শিন, প্রলয়ঘাতন । অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে । আবু, টাবু, হাবু এবং পাবু ! সেজোমামা সগর্বে সেজোমামীকে বলেছেন, কেমন নাম দিয়েছি বলো তো? ঐ নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে ।
সেজোমামী বলেছেন, তা হয়তো হবে। কিন্তু এতোগুলো প্রলয় একসঙ্গে ঘরে এনে ঢোকালে। আমার তো ভয়ই করছে।
মামীর ভয়টা যে মিথ্যে নয়, তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিলো। আমার চার মামাতো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু ইরম্মদ ছেলে ভূ-ভারতে খুব বেশি জন্মায় নি। নিজেদের নামের গুণেই কিনা কে জানে, বাড়িতে দিনরাত তারা প্রলয় কাণ্ড ঘটিয়ে যায় ।

উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পঠকগণ, এই পোষ্ট হইতে 'পাগলামামার চার ছেলে' প্রফুল্ল রায়ের মজাদার গল্প বই পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

No comments:

Post a Comment