বিচিত্র একাঙ্ক (নাট্যগুচ্ছ)- মন্মথ রায় পিডিএফ - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Wednesday, January 4, 2023

বিচিত্র একাঙ্ক (নাট্যগুচ্ছ)- মন্মথ রায় পিডিএফ


 বিচিত্র একাঙ্ক (নাট্যগুচ্ছ)- মন্মথ রায়, নাটকের বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'বিচিত্র একাঙ্ক (নাট্যগুচ্ছ)'
লেখক - মন্মথ রায়
বইয়ের ধরন- একাঙ্ক নাটক সংকলন
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ১৪৪
ডিজিটাল বইয়ের সাইজ- ৭এমবি
প্রিন্ট ভালো, জলছাপ মুক্ত

বিচিত্র একাঙ্ক

পৌরাণিক নাটক লিখিয়া যাঁহারা প্রতিষ্ঠা অর্জন করিয়াছেন তাঁহাদের মধ্যে সর্বাগ্রে শ্রীযুক্ত মন্মথ রায়ের নাম করিতে হয়। শুধু পৌরাণিক নাটক নহে, সর্বপ্রকার নাটক আলোচনা কালে ইঁহাকে আধুনিক সময়ের সর্বশ্রেষ্ঠ নাট্যকার বলা চলে। নাটকের মধ্যে ইনি এক অনাবিষ্কৃত রহস্য এবং এক অনাস্বাদিত রস বিকাশ করিয়া দেখাইলেন। নাটকে এরূপ সুতীব্র ভাবাবেগ এবং সুপ্রখর ক্রিয়াময়তা সৃষ্টি করিতে খুব কম নাট্যকারই পারিয়াছেন। শুক্ষ্মতম অন্তর্দ্বন্দ্বের প্রতিটি পর্দা ইনি সুনিপুণ হস্তে স্পর্শ করিয়াছেন, এই অন্তর্দ্বন্দ্বের অবিরাম সংঘাতে ইঁহার পৃষ্ঠ চরিত্রগুলির মর্মস্থল ছিড়িয়া যাইতেছে বলিয়া বোধ হয়।
১৯৫৩ সাল হইতে রঙ্গমঞ্চের জন্যে পূর্ণাঙ্গ সামাজিক নাটক লেখা শুরু করেন। ভারতের মুক্তিআন্দোলনের ভিত্তিতে রচিত তাহার সামাজিক নাটক 'মহাভারতী' ১৯৫৪ সালে কল্যাণীতে অনুষ্ঠিত কংগ্রেসে এবং পরে হিন্দীতে অনুবাদিত হইয়া ১৯৫৭ সালে, দিল্লীতে সিপাহীবিদ্রোহ-শতবার্ষিকী উৎসবে অভিনীত হইয়া দেশ- বিখ্যাত হইয়াছে। আধুনিককালে তাঁহার 'জীবনটাই নাটক',‘জটাগঙ্গার বাঁধ', 'গুপ্তধন', 'জীবনমরণ', 'মমতাময়ী হাসপাতাল', ‘রঘুডাকাত’, ‘ধর্মঘট’, ‘পথেবিপথে’ ‘চাষীর প্রেম', 'আজবদেশ', ‘উর্বশী নিরুদ্দেশ’, ‘মীরাবাই’, ‘শ্রীশ্রীমা’, 'সাঁওতাল বিদ্রোহ', ‘বন্দিতা’, ‘অমৃতঅতীত' প্রভৃতি পূর্ণাঙ্গ নাটক এবং 'একাঙ্কিকা' ‘ছোটদের একাঙ্কিকা’, ‘নব একাঙ্ক’, ‘মরাহাতী লাখটাকা', কোটিপতি নিরুদ্দেশ', 'ফকিরের পাথর' প্রমুখ একাঙ্ক নাট্যগ্রন্থাবলী স্মরণীয় অবদান। ঢাকুরিয়া লেকে ইণ্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি অভিনীত প্রখ্যাত জলনাটক ‘কালীয়দমন’ও তাঁহারই রচনা। 'গঙ্গাবতরণ” নামক তাঁহার নৃত্যনাটকও নয়াদিল্লীতে সুখ্যাত ।
একাঙ্কিকা—এ দেশে একাঙ্ক নাটকের প্রবর্তক রূপে তাঁহার খ্যাতি ঐতিহাসিক মর্যাদা লাভ করিয়াছে। ১৯২৩ সাল হইতে ‘মুক্তিরডাক' প্রমুখ তাঁহার একাঙ্ক নাটক রচনা সুরু হইয়াছে। ‘কল্লোল' ‘ভারতবর্ষ’ ‘সবুজপত্র’ প্রমুখ বিখ্যাত পত্র পত্রিকায় তাঁহার একাঙ্ক নাটক প্রকাশিত হইয়াছে। একাঙ্ক নাটকের ‘একাঙ্কিকা' নামকরণও তাঁহারই।

এই পুস্তকে মন্মথ রায়ের লেখা পনেরটি একাঙ্ক নাটক সংকলিত হয়েছে। এগুলোর মধ্যে কিছু কিছু একাঙ্ক নাটক দশ পনের মিনিটের।  যেসকল একাঙ্ক নাটক রয়েছে-

জন্মদিন
এক-দুই-তিন
পলায়ন
ভূভারহরণ কর্পোরেশন
ষ্ট্যাচু
মানুষের কামড়ে
শেষ সংবাদ
মেলাও এবার হাত
দুর্বোধ্য
কুকুর বেড়াল
চিত্রাঙ্গদা
অ-মৃত
শুনয়নী
গৃহরাজ্য
গোপালের মা


উপরোক্ত বাংলা বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন

প্রিয় পঠকগণ, এই পোষ্ট হইতে একটি একাঙ্ক নাটক সংকলন বই- 'বিচিত্র একাঙ্ক (নাট্যগুচ্ছ)' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

No comments:

Post a Comment