বারবনিতাদের গল্প - সম্পাদিত বই পিডিএফ - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Friday, July 29, 2022

বারবনিতাদের গল্প - সম্পাদিত বই পিডিএফ


 বারবনিতাদের গল্প - সম্পাদনা-বারিদবরণ ঘোষ, বাংলা ছোটগল্প বই পিডিএফ
ডিজিটাল বইয়ের নাম- 'বারবনিতাদের গল্প'
লেখক- বিভিন্ন লেখকগণ
সম্পাদনা-বারিদবরণ ঘোষ
বইয়ের ধরন- ছোটগল্প সংগ্রহ
ফাইলের ধরন- পিডিএফ
এই বইতে মোট পৃষ্টা আছে- ৩৬৩
ডিজিটাল বইয়ের সাইজ- ২৫এমবি
প্রিন্ট খুব ভালো, জলছাপ মুক্ত

বারবনিতাদের গল্প - সম্পাদনা-বারিদবরণ ঘোষ

একটি মেয়ে কেন সমাজের সুস্থ বন্ধন ছেড়ে অসুস্থ নোংরা জীবন যাপন করতে যায়, এ প্রশ্নের উত্তর সমাজতত্ত্ববিদরা দিতে পারেন। তার অপরাধী জীবনের অপরাধের পরিমাণ ও কারণ নিয়ে অপরাধ-বিজ্ঞানীরা নানা চিন্তাভাবনা করেছেন এবং করছেন। কিন্তু একটা প্রবল ঘৃণা, একটা বিমূখীনতা সত্ত্বেও এই উপজীবিকা আজকের সভ্য সমাজে এখনও রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর্থ-সমাজতত্ত্বের ভিত্তিতে এই ঘৃণা তাদের কতখানি প্রাপ্য-অপ্রাপ্য জানি না, কিন্তু সভ্যতা বিকাশেব সঙ্গে সঙ্গে লক্ষ্য করেছি যুগে যুগে এদের জন্যে সমাজ কিছু, সহানুভূতি, কিছু বেদনা, কিছু সান্ত্বনা জমা রেখেছে। এই নিবন্ধে সেই সহানুভূতি ও সান্ত্বনার কিছু সাহিত্যিক বা লিখিত দলিল আমরা উদ্ধার করে বারবনিতা সমাজের প্রতি এখনও বর্তমান সমাজের যদি কিছু করণীয় থাকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। শুধু অন্ধকারই জীবন নয়, আলোকও প্রার্থিত। পঙ্কে জন্ম হলেও পঙ্কজের তপস্যা সূর্যের জন্য।

এই সংকলনে যে সমস্ত গল্পগুলি রয়েছে-

বারিদবরণ ঘোষ - নিবেদন ইতি
রবীন্দ্রনাথ ঠাকুর - বিচারক
চিত্তরঞ্জন দাশ - ডালিম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - আঁধারে আলো
জগদীশ গুপ্ত - রসাভাস
প্রেমাঙ্কুর আতর্থী - আদরিণী
মণিলাল গঙ্গোপাধ্যায় - তরুপ
হেমেন্দ্রকুমার রায় - কুসুম
জ্যোর্তিময়ী দেবী - চিরকালিনী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - বিপদ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - মেলা
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - পতিতার পত্র
মানিক বন্দ্যোপাধ্যায় - তারপর
প্রেমেন্দ্র মিত্র - মহানগর
গজেন্দ্রকুমার মিত্র - উৎসগ
সুবোধ ঘোষ - বারবধু
হরিনারায়ণ চট্টোপাধ্যায় - বাঈজী
নরেন্দ্রনাথ মিত্র - বিদ্যালতা
নারায়ণ গঙ্গোপাধ্যায় - একজিবিশন
আশুতোষ মুখখাপাধ্যায় - মাশুল
সমরেশ বসু - নিষিদ্ধ পল্লী গৃহে গমন
আবুল বাশার - দেহদানী
কবিতা সিংহ - চিত
চন্দ্রগুপ্ত মৌর্য - পটের বিবি
প্রফুল্ল রায় - শেষ পারানি
শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় - স্পর্শ
বুদ্ধদেব গুহ - পহেলি পেয়ার
সমরেশ মজুমদার - নিরুদ্দেশ-প্রাপ্তি-হারানো


এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন
প্রিয় পাঠকগণ, আপনারা এই পোষ্ট হইতে একটি ছোটগল্প সংগ্রহ বই 'বারবনিতাদের গল্প' এর পিডিএফ সংগ্রহ করিতে পারিবেন।

No comments:

Post a Comment