আমার মাথা নত করে দেবো মা- শ্যামা সংগীতের কথা (লিরিক্স) - বাংলা বই এর pdf ডাউনলোড-Bangla Digital Boi Pdf

Latest

Friday, February 28, 2020

আমার মাথা নত করে দেবো মা- শ্যামা সংগীতের কথা (লিরিক্স)


আমার মাথা নত করে দেবো মা- শ্যামা সংগীতের কথা (লিরিক্স)
কথা ও সুর- পীযূষ
গায়ক- প্রদ্যুৎ দে সরকার
গানের ধরন- ভক্তিগীতি, শ্যামা সংগীত

ভক্তের হৃদয়কে ভক্তির সাগর দর্শন করাবে এই শ্যামা সংগীতটি। অসাধারন সুন্দর একটি মায়ের গান।

আমার মাথা নত করে দেবো মা

আমার মাথা নত করে দেবো মা তাঁরা তোমার চরণতলে,
চরণযুগল ধুয়ে দেব মা আমার আঁখির জলে।

পুজার থালায় আছে আমার জবা-পুষ্প-ফল,
হে মা তাঁরা তুমি রাখো সেথায় তোমার পদযুগল।
আমার মাথা নত করে দেবো মা তাঁরা তোমার চরণতলে,
চরণযুগল ধুয়ে দেব মা আমার আঁখির জলে।

এসো মা জননী ক্ষমাদার্ত্রী জপি’মা তোমার নাম,
ও মা তাঁরা তোমায় শতকোটি প্রনাম।
আমার মাথা নত করে দেবো মা তাঁরা তোমার চরণতলে,
চরণযুগল ধুয়ে দেব মা আমার আঁখির জলে।


Collect the pdf file
এই পোষ্ট হইতে ‘আমার মাথা নত করে দেবো মা’- এই অসাধারন সুন্দর শ্যামা সংগীতটির বাংলা গানের লাইন ও pdf সংগ্রহ করবেন।

No comments:

Post a Comment